শনিবার ০৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | পাশাপাশি বসে মোদি-ইউনূস, দেখা হলেও কথা হল না! তবে মুখোমুখি বৈঠকের জল্পনায় ঘি

RD | ০৩ এপ্রিল ২০২৫ ২৩ : ১০Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলনের আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েটোংটার্ন সিনাওয়াত্রার আয়োজিত এক সরকারি নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছে। যা আঞ্চলিক সম্মেলনের ফাঁকে তাঁদের সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

প্রধানমন্ত্রী মোদি ছাড়াও, বিমসটেক শীর্ষ সম্মেলনে থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং ভুটানের নেতারা অংশগ্রহণ করেন। এই শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে পারেন বলে নানা সূত্রে খবর মিলছে।  

গত বছর অগাস্টে বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতনের পর, সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তারপর থেকেই দুই দেশের সম্পর্কে চাপানউতোর অন্য মাত্রায় পৌঁছেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সরব দিল্লি। যা সেদেশের অন্তবর্তীকালীন সরকারকে গিয়ে জানিয়েও এসেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর। যা নিয়ে অসন্তুষ্ট ঢাকা।

সম্প্রতি চিন সফরে গিয়েছিলেন ইউনূস। সেখানে নিজেদের দেশে চিনা বিনিয়োগ আনতে ইউনূস ভারতের প্রসঙ্গ তোলেন। বাংলাদেশকে তিনি বঙ্গোপসাগরের 'অভিভাবক' হিসাবে ব্যাখ্যা করেন। চিনকে বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করার আর্জি জানান। সেই সূত্রেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে ইউনূস বলেন, "সমুদ্রের (বঙ্গোপসাগর) একমাত্র অভিভাবক বাংলাদেশ। ভারতের উত্তর-পূর্ব দিকের সাত রাজ্যকে বলা হয় সাত বোন। এগুলি স্থলভাগ দিয়ে ঘেরা। এদের সমুদ্রে পৌঁছোনোর কোনও পথ নেই।" 

ভারতের রাজনৈতিক নেতারা ইউনূসের মন্তব্যের নিন্দা করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্যকে "আপত্তিকর এবং অগ্রহণযোগ্য" বলেছেন। সতর্ক করে শর্মা জানিয়েছেন যে, ইউনূসের মন্তব্য কৌশলগত 'চিকেনস নেক' করিডোর নিয়ে বিতর্ককে পুনরুজ্জীবিত করেছে, যা পশ্চিমবঙ্গের সংকীর্ণ স্থলভাগ যা উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করে।

মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে "কৌশলগত ঘুঁটি" হিসেবে দেখার অভিযোগ করেছেন এবং ইউনূসকে ভারতের সার্বভৌমত্ব সম্পর্কে 'দায়িত্বজ্ঞানহীন' মন্তব্য করার বিরুদ্ধে সতর্ক করেছেন।

এই আবহেই ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনে রাষ্ট্রনেতাদের নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গেল মোদি ও ইউনূসকে। 


PM ModiMuhammad YunusBimstec SummitModi Yunus Seated Together

নানান খবর

নানান খবর

আগামীকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে

ইন্ডিগো বিমানে শিশুদের গলার সোনার চেন চুরির অভিযোগে ক্রু সদস্যের বিরুদ্ধে মামলা

পরপর ৭ হৃদরোগীর মৃত্যু, 'ভুয়ো' চিকিৎসকের কীর্তিতে হাসপাতালে হুলস্থুল কাণ্ড

মূত্র নিয়ে বিদেশী মডেলের আজব দাবি আঁতকে উঠলেন চিকিৎসক.

মায়ানমারে আরও ৪৪২ টন খাবার পাঠালো ভারত, ভূমিকম্প বিধ্বস্ত দেশটিতে কী কী পাঠানো হল?

শপিং মলে ঢুকেই ছুড়ে দিলেন কফি, কেনই বা হঠাৎ মেজাজ হারালেন তরুণী

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!

কুকুরের ভক্তিতে তাক লাগল নেটপাড়ায়, ভাইরাল ভিডিও

হাতের কাছে পেয়ে তরুণীর সঙ্গে কী করল হনুমান, সবাই দেখল অবাক হয়ে

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক

ঈদ ও ওয়াক্‌ফ সংশোধনী বিল: সংবাদমাধ্যমে বিপরীত প্রতিচিত্র

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া